Doxacil ডক্সাসিল ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Doxacil ডক্সাসিল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Doxacil ডক্সাসিল ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

ডক্সিসাইক্লিন ১০০ মি.গ্রা. ক্যাপসুল।

 

Doxacil ডক্সাসিল ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্র ও জননতন্ত্রের সংক্রমণ, ক্যামাইডিয়া সংক্রমণ, ব্যাসিলারী সংক্রমন, কলেরা, ট্র্যাভেলার্স ডায়রিয়া, অ্যাকটিনোমাইকোসিস, রিল্যাপসিং জ্বর, রিকেটসিয়াল পক্স, কিউ ফিভার এবং ফোঁড়া ।

মাত্রা ও ব্যবহার বিধি :

বয়স্কদের ক্ষেত্রে: প্রথম দিন ২টি ক্যাপসুল একবারে অথবা ১২ ঘণ্টা পর পর ১টি করে ২ বার খাওয়াতে হবে। পরের দিন থেকে প্রতিদিন ১টি করে ক্যাপসুল খেতে হবে। শিশুদের ক্ষেত্রে: ৪.৪ মি.গ্রা./ কেজি প্রথম দিনে; পরবর্তীতে ২.২ মি.গ্রা./ কেজি প্রতিদিন ।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

অতি সংবেদনশীলতা, তীব্র যকৃতের সমস্যায়, এন্টাসিড, এলকালি, লৌহ ও অন্যান্য পেনিসিলিনের সাথে ব্যবহার করা উচিৎ নয়।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

এপিগ্যাস্ট্রিক ডিসট্রেস, পেটের বিভিন্ন রকমের অসুবিধা, বমি বমি ভাব অথবা বমি। বিভিন্ন রকম চর্ম রোগ বিশেষ করে ফুসকুড়ি, চুলকানি, এক্সফলিয়েটিভ ডার্মাটাইটিস হতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া এন্টাসিড,দুধ, অন্যান্য অ্যালকালি যেমন ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লৌহ, পেনিসিলিন, রক্তজমাটে বাধা দানকারী, এন্টি ডায়াবেটিক, খিঁচুনি বিরোধী ওষুধ, এনজাইমের সহিত ব্যবহার করা উচিত নয়।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

স্তন্য দানকারী মায়েদের ক্ষেত্রে এবং গর্ভকালীন ও গর্ভধারণের তিন মাসের মধ্যে ওষুধটি ব্যবহার করা অনুচিত। নবজাতকের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

সরবরাহ :

ডক্সাসিল” ক্যাপসুল : ১০ x ১০ টি।

 

Doxacil ডক্সাসিল ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment