Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Diprobet ডাইপ্রোবেট ওষুধের যাবতীয় তথ্য

Diprobet ডাইপ্রোবেট ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Diprobet ডাইপ্রোবেট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Diprobet ডাইপ্রোবেট ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

বিটামিথাসন ০.৫ মি.গ্রা. ক্রীম এবং অয়েন্টমেন্ট ।

 

 

নির্দেশনা

এ্যাটোপিক একজিমা, নিউমুলার একজিমা, কন্‌টাক্ট ডার্মাটাইটিস, নিউরোডার্মাটাইটিস, এনোজেনিটাল ও সেনাইল প্রৱাইটাস, লাইকেন প্ল্যানাস এবং সোরিয়াসিস।

মাত্রা ও ব্যবহারবিধি :

আক্রান্ত স্থানে দিনে একবার অথবা দুইবার পাতলা প্রলেপ দিতে হবে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রতিনির্দেশনা :

বিটামিথাসন ৰা অন্যান্য কর্টিকোস্টেরয়েড অথবা এই প্রস্তুতির যে কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা, ত্বকের ভাইরাল সংক্রমণ, টিউবারকুলোসিস, একনি রোজাসিয়া, ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ, পেরিওরাল ডার্মাটাইটিস এবং আলসারেটিভ কভিশনস্ ।

পার্শ্ব-প্রতিক্রিয়া :

মৃদু থেকে মাঝারি ধরনের জ্বলুনী, ত্বকের শুষ্কতা, চুলকানি, অস্বস্তি, ফলিকুলাইটিস ইত্যাদি। কলাচিত ত্বকে সূঁচ ফোটার মত অনুভূতি, গরমবোধ, ল্যামিনার স্কেলিং, পেরিলেসনাল স্কেলিং, ফলিকুলার র‍্যাশ, ত্বকের এ্যাটোফি, ইরাইথেমা, আর্টিকারিয়া, ভেসিকুলেশন, টেলানজিয়েকটাসিয়া, একনিফর্ম প্যাপিউলস এবং হাইপ্যারেস্থেসিয়া পরিলক্ষিত হয়।

 

 

সরবরাহ

ডাইপ্রোবেট” ক্রীম : ১৫ গ্রাম। ডাইপ্রোটে অয়েন্টমেন্ট। ১৫ গ্রাম ।

 

আরও দেখুনঃ

Exit mobile version