Dyvon ডাইভন ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Dyvon ডাইভন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Dyvon ডাইভন ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

প্রতি গ্রাম ক্রীমে আছে ক্যালসিপোট্রিওল মনোহাইড্রেট বিপি ০.০৫২ মি.গ্রা. যা ক্যালসিপোট্রিওল বিপি ০.০৫ মি.গ্রা. এর সমতুল্য এবং প্রতি গ্রাম অয়েন্টমেন্টে আছে ক্যালসিপোট্রিওল মনোহাইড্রেট বিপি ০.০৫২ মি.গ্রা. যা ক্যালসিপোট্রিওল বিপি ০.০৫ মি.গ্রা.এর সমতুল্য।

 

Dyvon ডাইভন ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা:

ডাইডন’ ক্রীম এবং অয়েন্টমেন্ট পূর্ণ বয়স্কদের ক্রণিক এবং স্থায়ী প্লাক সোরিয়াসিস এর ক্ষেত্রে ত্বকে ব্যবহারের জন্য নির্দেশিত।

মাত্রা ও ব্যবহারবিধি:

পূর্ণ বয়ষ্কদের ক্ষেত্রে: ডাইডন” ক্রীম এবং অয়েন্টমেন্ট আক্রান্ত স্থানে দৈনিক দুবার (সকালে এবং রাতে) ব্যবহার করতে হবে। নির্দিষ্ট সময় ব্যবহারের পর ব্যবহারের মাত্রা কমানো যেতে পারে। সন্তোষজনক উন্নতির পর ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে।

যদি চিকিৎসা বন্ধ করার পর রোগ আবার ফিরে আসে তাহলে পূনরায় চিকিৎসা শুরু করতে হবে। ১ বছরের অধিক ব্যবহার করার কোন নির্দেশনা নেই । ক্যালসিপোটিওল সর্বোচ্চ নির্দেশিত মাত্রা হচ্ছে ১০০ গ্রাম/সপ্তাহ । শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে ডাইভন “M ক্রীম এবং অয়েন্টমেন্ট ব্যবহারের কোন তথ্য নেই।

যে সব ক্ষেত্রে ব্যবহার যাবে না:

ক্যালসিপোট্রিওল ক্রীম এবং অয়েন্টমেন্ট এবং এই প্রস্তুতির উপাদান সমূহের প্রতি যে সকল রোগীর অতি সংবেদনশীলতা আছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা:

ক্যালসিপোট্রিওল ক্রীম এবং অয়েন্টমেন্ট জেনারালাইজড পাইনার সোরিয়াসিস, প্যান্টে সোরিয়াসিস এবং ইরাইথ্রোডার্মিক এক্সফোলিয়েট সোরিয়াসিস এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া:

ত্বকীয় ক্যালসিপোট্রিওল ব্যবহারের ফলে আলোক সংবেদনশীল প্রতিক্রিয়া, ত্বক বর্ণহীনতা, বুলাস ইরাপশন, ত্বকীয় এক্সফোলিয়েশন, কন্ট্রাক্ট ডার্মাটাইটিস এবং অ্যালার্জিক ডার্মাটাইটিস হতে পারে।

গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায়: গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত নয়। কেবলমাত্র ভ্রূণের ক্ষতি অপেক্ষা মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশি থাকলে ব্যবহার করা যেতে পারে। স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে ত্বকীয় ব্যবহারের ফলে মাতৃদুগ্ধে ক্যালসিপোট্রিওল নির্ণয়যোগ্য পরিমাণে উপস্থিত হয় কিনা তা এখনো জানা যায়নি।

 

Dyvon ডাইভন ওষুধের যাবতীয় তথ্য

 

তারপরেও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এর ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্ভাব্য ক্ষতি এড়ানোর জন্য স্তন্যদানকালীন সময়ে বক্ষ অঞ্চলে ক্যালসিপোট্রিওল ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।

সরবরাহ:

ডাইন’ ক্রীম: ২০ গ্রাম। ডাইভন” অয়েন্টমেন্ট: ২০ গ্রাম।

 

আরও দেখুনঃ

Leave a Comment