Deprex ডিপ্রেক্স ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Deprex ডিপ্রেক্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Deprex ডিপ্রেক্স ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ওলানজাপিন ৫ এবং ১০ মি.গ্রা. ট্যাবলেট।

 

Defiron ডেফিরন ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

সিজোফ্রেনিয়া এবং অন্যান্য স্পষ্ট মানসিক সমস্যা (যেমন ভ্রান্তি, অলীক বিশ্বাস, এলোমেলো চিন্তা, বিরোধিতা এবং সন্দেহপ্রবণতা) বা অস্পষ্ট মানসিক সমস্যায় প্রারম্ভিক এবং রক্ষণ মাত্রায় নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রারম্ভিক মাত্রা দৈনিক ১০ মি.গ্রা. একক মাত্রায় খাবারের সাথে ওষুধ সেবনের কোন সম্পর্ক নেই।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

প্রোস্ট্যাটিক হাইপারট্রফি, প্যারালাইটিক ইলিয়াস এবং এ ধরণের সমস্যা, ন্যারো এ্যাংগেল গ্লুকোমা, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম (এনএমএস)- এর কোনরূপ উপসর্গ ছাড়াই উচ্চ তাপমাত্রা থাকে তবে অন্যান্য মানসিক রোগের ওষুধের মতই অবশ্যই ওলানজাপিন সেবন বন্ধ করতে হবে। খিচুনী হয়েছে এমন এবং খিচুনী সম্পর্কিত উপসর্গ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে ওলানজাপিন সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

>১০% তন্দ্রাচ্ছন্নতা এবং ওজন বৃদ্ধি। ১-১০%: মাথা ঝিম ঝিম করা, এসথেনিয়া, একাথেসিয়া, ক্ষুধা বৃদ্ধি, প্রান্তস্থ ইডিমা, অর্থোস্ট্যাটিক নিম্ন রক্তচাপ এবং মৃদু ও অস্থায়ী এন্টিকোলিনার্জিক প্রভাব; যেমন- কোষ্ঠকাঠিন্য ও মুখের শুস্কাতা হেপাটিক ট্রান্সএমাইনেজ সমূহের লক্ষণহীন বৃদ্ধি ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভস্থ শিশুর ঝুঁকির মাত্রার উপর বিবেচনা করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে অতীব জরুরী বিবেচিত হলেই ব্যবহার করা উচিত। এই ওষুধ সেবনকালে রোগীর দুগ্ধদান করা উচিত নয়।

সরবরাহ :

ডিপ্লেক্স’ ৫ ট্যাবলেট : ১০ x ১০ টি। ডিপ্লেক্স ১০ ট্যাবলেট ১০ x ১০ টি।

 

Dexonex Drops ডেক্সোনেক্স  ড্রপস্‌ ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment