Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Promtil প্রমটিল ওষুধের যাবতীয় তথ্য

Promtil প্রমটিল ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Promtil প্রমটিল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Promtil প্রমটিল ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

প্রোক্লোরপেরাজিন মেলিয়েট বিপি ৫ মি.গ্ৰা. ফিল্ম কোটেড ট্যাবলেট, এবং প্রোকোরপেরাজিন মেলিয়েট বিপি ১২.৫ মি.গ্রা./ ১ মি.লি. ইঞ্জেকশন ।

 

 

নির্দেশনা:

রেডিয়েশন থেরাপি, ক্যান্সার কেমোথেরাপি, শল্য চিকিৎসা এবং অন্যান্য অবস্থাজনিত তীব্র বমি বমিভাব এবং বমি নিয়ন্ত্রণের জন্য মাথাঘোরা, মেনিয়ার্স রোগ এবং অন্যান্য কানের সমস্যার জন্য মানসিক অসুস্থতা যেমন- সিজোঞ্জেনিয়া তীব্র মানসিক বৈকল্য সাধারণ উদ্বেগ

মাত্রা ও প্রয়োগঃ

বমিরোধক শিশু (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়)। ১০-১৪ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার, সর্বোচ্চ দৈনিক ৭.৫ মি.গ্ৰা. ১৫-১৮ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার, সর্বোচ্চ দৈনিক ১০ মি.গ্রা. ১৯-৩৯ কেজি : ২.৫ মি.গ্রা. দৈনিক ৩ বার অথবা ৫ মি.গ্রা., দৈনিক ২ বার, সর্বোচ্চ দৈনিক ১৫ মি.গ্রা.।

আইএম : ০.১০-০-১৫ মি.গ্রা./কেজি / ডোজ, সাধারণ মাত্রা: ০.১৩ মি.গ্রা./কেজি/ডোজ, যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে। প্রাপ্ত বয়স্ক: মুখে ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. আই এম : ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার, সর্বোচ্চ দৈনিক ৪০ মি.গ্রা. শল্য চিকিৎসাজনিত বমি

প্রাপ্ত বয়স্ক : আই এম : ৫-১০ মি.গ্রা. (চিকিৎসা শুরুর ১-২ ঘন্টা পূর্বে), প্রয়োজন হলে পুনর্বার দিতে হবে। মানসিক চিকিৎসায় শিশু : ২-১২ বছর (২ বছর অথবা ১০ কেজি ওজনের নিচে বাচ্চাদের জন্য নির্দেশিত নয়) মুখে ২.৫ মি.গ্রা. দৈনিক ২-৩ বার, দৈনিক সর্বোচ্চ ২০ মি.গ্রা. (২-৫ বছর বয়সী বাচ্চাদের) এবং ২৫ মি.গ্রা. (৬-১২ বছর বয়সী বাচ্চাদের) আই এম: ০.১৩ মি.গ্রা./কেজি / ডোজ, যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

প্রাপ্ত বয়স্ক : মুখে ৫-১০ মি.গ্রা. দৈনিক ৩-৪ বার; মারাত্মক ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ ১৫০ মি.গ্রা. প্রয়োজন হতে পারে। আই এম: মারাত্মক ক্ষেত্রে ১০-২০ মি.গ্রা. প্রতি ৪-৬ ঘন্টা অন্তর, যত দ্রুত সম্ভব মুখে খাওয়ার ওষুধে চলে যেতে হবে। সাধারণ উদ্বেগ প্রাপ্ত বয়স্ক মুখে সাধারণ মাত্রা- দৈনিক ১৫-২০ মি.গ্রা. বিভক্ত মাত্রায়। দৈনিক ২০ মি.গ্রা. এর বেশি অথবা ১২ সপ্তাহের বেশি চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত নয় ।

বৃদ্ধ : প্রাথমিক মাত্রা- ২.৫-৫ মি.গ্রা. দৈনিক ১-২ বার; প্রতি ৪-৭ দিন অস্ত্র, দৈনিক ২.৫-৫ মি.গ্রা. মাত্রা বৃদ্ধি করা যেতে পারে; কার্যকারিতা বেশি পেতে বা পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে দৈনিক মাত্রার বিরতিকাল বাড়াতে হবে (যেমন- দৈনিক ২-৩ বার)। প্রয়োগ মুখে, আই এম দেয়া যেতে পারে। খাবারের সাথে কোন সম্পর্ক নেই । প্রতি নির্দেশনা: প্রোক্লোরপেরাজিন অথবা এর সদৃশ কোন উপাদানের প্রতি অতি মাত্রায় প্রতিক্রিয়াশীল হলে।

সতর্কতাঃ

রক্তচাপে খুব বেশি তারতম্য যকৃত অথবা হৃদপিন্ডের সমস্যা, রেইজ সিনড্রোম, এলকোহল অথবা ওষুধের প্রতি নির্ভরশীলতা, কেন্দ্রীয স্নায়ুতন্ত্রের সমস্যা, রক্তে সমস্যা, এলার্জি দেখা দিতে পারে। গাড়ি অথবা যন্ত্রপাতি চালনার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এলকোহল ব্যবহারে তীব্র ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে।

এই ওষুধ সূর্যালোকের প্রতি প্রতিক্রিয়া বৃদ্ধি করতে পারে; তাই দীর্ঘ সময় সূর্যালোকে থাকা এড়িয়ে চলতে হবে কিংবা সূর্যালোক থেকে বাঁচার জন্য সানস্ক্রীন অথবা প্রয়োজনীয় কাপড় ব্যবহার করতে হবে। এই ওষুধ ব্যবহারে গরমে জ্ঞান হারানোর ঘটনা ঘটতে পারে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার:

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহারে ক্ষতিকর কোন প্রতিক্রিয়া জানা যায়নি।

 

 

পার্শ্ব প্রতিক্রিয়া

ঘুম ঘুম ভাব চোয়াল, গলা, পিছনের পেশী অস্বাভাবিক জিহ্বা, মুখমণ্ডল নড়াচড়া ধীর গতিতে কথা বলা অথবা কথা বলতে কষ্ট হওয়া গিলতে কষ্ট হওয়া

সরবরাহ :

প্রোনর” ট্যাবলেট : ৩ x ১০ টি।

 

আরও দেখুনঃ

Exit mobile version