Filwel Kids ফিলওয়েল কিড্স ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Filwel Kids ফিলওয়েল কিড্স ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Filwel Kids ফিলওয়েল কিড্স ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

(কড্ লিভার ওয়েল ০.১০ গ্রাম, ভিটামিন এ ২০০০ আই.ইউ, ভিটামিন ডি ২০০ আই.ইউ. ভিটামিন সি ১৭.৫০ মি.গ্রা., ভিটামিন বি১ ০.৭০ মি.গ্রা., ভিটামিন বি২ ০.৮৫ মি.গ্রা., ভিটামিন বি৬ ০.৩৫ মি.গ্রা., ভিটামিন ই১.৫০ মি.গ্রা. এবং নিকোটিনামাইড ৯ মি.গ্রা./৫ মি.লি সিরাপ।

 

Filwel Kids ফিলওয়েল কিড্স ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

শিশু ও বয়স্কদের বিভিন্ন ভিটামিনের অভাবজনিত উপসর্গে নির্দেশিত। ফিলওয়েল” কিস সিরাপ- রুচি বর্ধক এবং পাচন সহায়ক। ফিলওয়েল কিস সিরাপ সুস্থ্য চুল, চর্ম, নখ, দৃষ্টি, হাড় ও দন্ত গঠনে সহায়ক। ফিলওয়েল” কিস সিরাপ সুস্থ্য মাংসপেশী ও সুস্থ্য স্নায়ুতন্ত্র গঠনে আবশ্যক। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

মাত্রা ও ব্যবহার বিধি :

বাচ্চাদের ক্ষেত্রে (বয়স ১ মাস বা তার বেশী): প্রতিদিন অর্ধেক চা চামচ দিয়ে (২.৫ মি.লি.) দিয়ে শুরু করতে হবে। শিশুদের ক্ষেত্রে (বয়স ৬ মাস বা তার বেশী): প্রতিদিন ২ চা চামচ (১০ মি.লি.)। স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এবং যারা গর্ভধারনে ইচ্ছুক প্রতিদিন ১ চা চামচ (৫ মি.লি.)। সিরাপটি পানি বা দুধে মিশিয়েও পান করা যাবে।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার :

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

সতর্কতা :

দীর্ঘকাল ব্যবহারের ফলে ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলি হাইপার ভিটামিনোসিস তৈরী করতে পারে। সুতরাং চিকিৎসকের পরামর্শ ব্যতীত অধিক মাত্রায় বা দীর্ঘকাল এটি ব্যবহার করা ঠিক নয়।

প্রতি নির্দেশনা :

যাদের এই ওষুধের কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় ।

পার্শ্ব প্রতিক্রিয়া :

সিরাপটি সাধারণত সুসহনীয়।

 

Filwel Kids ফিলওয়েল কিড্‌স ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ :

ফিলওয়েল” কিড্স সিরাপ: ১০০ মি.লি.। ফিলওয়েল” কিড্স সিরাপ : ২০০ মি.লি.।

 

আরও দেখুনঃ

Leave a Comment