Filwel Gold ফিলওয়েল গ্লোড ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Filwel Gold ফিলওয়েল গ্লোড ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Filwel Gold ফিলওয়েল গ্লোড ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

(ভিটামিন-এ ৫,০০০ আইইউ ভিটামিন সি ৬০ মি.গ্রা., ভিটামিন ডি ৪০০ আইইউ, ভিটামিন ই ৩০ আই.ইউ, ভিটামিন কে ২৫ মাইক্রোগ্রাম, থায়ামিন ১.৫ মি.গ্রা., ভিটামিন বি৬ ২ মি.গ্রা., ফলিক এসিড ৪০০ মাইক্রোগ্রাম, বায়োটিন ৩০ মাইক্রোগ্রাম, প্যানটোথেনিক এসিড ১০ মি.গ্রা.,

 

Filwel Gold ফিলওয়েল গ্লোড ওষুধের যাবতীয় তথ্য

 

ক্যালসিয়াম ১৬২ মি.গ্রা., আয়রণ ১৮ মি.গ্রা., ফসফরাস ১০৯ মি.গ্রা., আয়োডিন ১৫০ মাইক্রোগ্রাম, ম্যাগনেসিয়াম ১০০ মি.গ্রা., জিংক ১৫ মি.গ্রা., পটাসিয়াম ৮০ মি.গ্রা., বোরন ১৫০ মাইক্রোগ্রাম, নিকেল ৫ মাইক্রোগ্রাম, সিলিকন ২ মি.গ্রা., টিন ১০ মাইক্রোগ্রাম, ভ্যানেডিয়াম ১০ মাইক্রোগ্রাম এবং লিউটিন ২৫০ মাইক্রোগ্রাম)/ ট্যাবলেট।

নির্দেশনা :

১৮ বছর এবং তদুর্ধ্ব বয়সের ক্ষেত্রে ভিটামিন ও মিনারেল অপ্রতুলতায় নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রতিদিন ১ টি ট্যাবলেট খাবারের সাথে খেতে হবে। শিশুদের জন্য ফর্মুলা আকারে এটি তৈরী করা হয়নি।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

এর কোন উপাদানের প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে সেবন করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া :

ডায়রিয়া এবং ত্বকের রং সামান্য হলুদে হতে পারে। অন্যান্য গ্যাষ্ট্রো ইনটেসটাইনাল সমস্যা তৈরী করতে পারে।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

অন্য ওষুধের সাথে সেবনে কোন প্রতিক্রিয়া পরিলতি হয়নি। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।

 

Filwel Gold ফিলওয়েল গ্লোড ওষুধের যাবতীয় তথ্য

 

সরবরাহ :

ফিলওয়েল গোল্ড ট্যাবলেট : ৩০ টি।

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment