Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Myonil মায়োনিল ওষুধের যাবতীয় তথ্য

Myonil মায়োনিল ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Myonil মায়োনিল ওষুধের যাবতীয় তথ্য । বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Myonil মায়োনিল ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

ইপেরিসোন ৫০ মি.গ্রা. ট্যাবলেট।

 

 

নির্দেশনা :

সার্ভাইকাল সিনড্রোম, ঘাড়ের পেরিঅর্থাইটিস, লাম্বাগো ইত্যাদি রোগে মাংসপেশীর হাইপারটনিক উপসর্গসমূহের উন্নতিলাভে নির্দেশিত। সেরিব্রোভাস্কুলার রোগ, স্পাসটিক স্পাইনাল প্যারালাইসিস, সার্ভাইকাল স্পনডাইলোসিস, অস্ত্রোপচার পরবর্তীকালে, আঘাত পরবর্তীকালে,

এমাইয়োট্রফিক ল্যাটেরাল ফ্লেরোসিস, সেরিব্রাল স্ক্লেরোসিস, স্পাইনোসেরিবেলার ডিজেনারেশন, স্পাইনাল ভাস্কুলার রোগ এবং অন্যান্য এনকেফালোমায়োপ্যাথি জনিত স্পাস্টিক প্যারালাইসিসে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রাপ্তবয়স্ক দিনে ৩টি ট্যাবলেট তিন বিভক্ত মাত্রায় প্রতিবার আহারের পরে সেব্য।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

ইপেরিসোনের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া :

অতিরিক্ত শিথিলতা, পেটে ব্যথা, বমি ভাব, মাথা ঘোরা, অরুচি, তন্দ্রাচ্ছন্নভাব, চামড়ায় ফুসকুড়ি, ডায়রিয়া, বমি, বদহজম, পরিপাকতন্ত্রের গোলমাল, অনিদ্রা, মাথা ব্যথা, কোষ্ঠ-কাঠিণ্য ইত্যাদি ।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থায় তখনই ব্যবহার করা উচিত যখন সম্ভাব্য ক্ষতির চেয়ে প্রত্যাশিত উপকার বেশী বলে প্রতীয়মান হয়। স্তন্যদানকালীন সময়ে ওষুধটি গ্রহণ করা উচিত নয়।

সরবরাহ :

মায়োনিল’ ট্যাবলেট ৫ x ১০ টি।

ঔষধের ক্রিয়া

ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:

 

 

ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।

ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।

 

আরও দেখুনঃ

Exit mobile version