Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Menoral মেনোরাল ওষুধের যাবতীয় তথ্য

Menoral মেনোরাল ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Menoral মেনোরাল ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Menoral মেনোরাল ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

প্রতিটি ট্যাবলেটে আছে নরইথিস্টেরন বিপি ৫ মি. গ্রা.

 

 

নির্দেশনা:

• ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং

•প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম

• মাসিকের সময় নির্ধারন

•এন্ডোমেট্রিয়াম

• মেনোরেজিয়া

মাত্রা ও ব্যবহারবিধি:

১.ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং: ১টি মেনোরাল ট্যাবলেট দিনে ৩ বার করে ১০ দিন। চিকিৎসা অবশ্যই ১০ দিন পূর্ন করতে হবে।

২. প্রি-মেন্সট্রুয়াল সিনড্রোম: মাসিকের লুটিয়াল সময়ে ১-৩ টি মেনোরাল ট্যাবলেট খেতে হবে। মাসিকের সময় মেনোরাল” এর মাধ্যমে নির্ধারণ করা যায় । ১টি করে মেনোরাল ট্যাবলেট দিনে ২-৩ বার ।

৩. মাসিকের সময় নির্ধারন: কাঙ্খিত মাসিক শুরু হবার ৩ দিন আগে মেনোরাল খাওয়া শুরু করতে হবে এবং সর্বোচ্চ ১০-১৪ দিন পর্যন্ত মেনোরাল” খাওয়া যেতে পারে। কোনভাবেই এর থেকে বেশি দিন খাওয়া যাবে না। মেনোরাল বন্ধ করার ২-৩ দিনের ভিতর মাসিকের রক্তপাত শুরু হবে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

৪.এন্ডো মেট্রোয়সিস স্বাভাবিক রজঃচক্রের ১ম থেকে ৫ম দিনের ভিতর চিকিৎসা শুরু করতে হবে। প্রথম দিকে ১টি মেনোরাল ট্যাবলেট দিনে দুইবার করে শুরু করতে হবে, যা পরবর্তীতে ২টি করে ট্যাবলেট পর্যন্ত বাড়ানো যেতে পারে।

এ চিকিৎসা ৪-৬ মাস পর্যন্ত চালিয়ে যেতে হবে এবং চিকিৎসা চলাকালীন সময়ে মাসিক এবং ওভুলেশন হবে না। কোনভাবেই মাঝপথে চিকিৎসা বন্ধ করা যাবে না। ওষুধ খাওয়া বন্ধের পর স্বাভাবিক মাসিক শুরু হবে।

৫. মেনোরেজিয়া ১-৩টি মেনোরাল ট্যাবলেট মাসিক চক্রের ৫ম থেকে ২৫ তম দিন পর্যন্ত খেতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া:

নিম্নলিখিত ক্ষেত্রে মেনোরাল ব্যবহার করা যাবে না।

• গর্ভকালীন সময়ে

• দুগ্ধদানকালীন সময়ে

• গ্রন্থোএম্বোলিক সময়ে

• ডায়াবেটিক

• যকৃতের অকার্যকারীতা অথবা যকৃতের পূর্ববর্তী কোন রোগে যকৃতের টিউমার

• হরমোনজনিত ক্যান্সার

• অতিসংবেদনশীলতা

 

 

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন সময়ে ব্যবহার:

প্রতিনির্দেশিত।

সরবরাহ:

প্রতিটি বাক্সে রয়েছে ৩০টি মেনোরাল ট্যাবলেট রিস্টার প্যাকে।

 

আরও দেখুনঃ

Exit mobile version