Site icon Medical Gurukul [ মেডিকেল গুরুকুল ] GOLN

Malacide ম্যালাসাইড ওষুধের যাবতীয় তথ্য

Malacide ম্যালাসাইড ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Malacide ম্যালাসাইড ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Malacide ম্যালাসাইড ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

সালফাডক্সিন ৫০০ মি.গ্রা. এবং পাইরিমিথ মিন ২৫ মি.গ্রা./ট্যাবলেট।

 

 

নির্দেশনা :

ম্যালেরিয়া চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহৃত হয় ।

মাত্রা ও ব্যবহার বিধি :

প্রাপ্ত বয়স্কদের জন্য : ২-৩ টি ট্যাবলেট একক মাত্রায়। অপ্রাপ্ত বয়স্কদের জন্য : ৪ বছরের নীচে – ১/২ ট্যাবলেট, ৪-৮ বছর পর্যন্ত – ১টি ট্যাবলেট এবং ৯-১৪ বছর পর্যন্ত ২ টি ট্যাবলেট।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

যাদের বৃক্ক অকার্যকর, যকৃতের প্যারেনকাইমা ক্ষতিগ্রস্থ এবং রক্তের ডিসক্রাসিয়া আছে তাদের ক্ষেত্রে প্রতিরোধক চিকিৎসা এটা দ্বারা করা যাবে না। কোন মিউকোকিউটেনিয়াস উপসর্গ যদি দেখা দেয় যেমন, প্রৱাইটাস, ইরাইথেমা, ফুসকুড়ি, মাড়ি ও মুখ গহ্বরে মা, অথবা ফ্যারিংস এ সংক্রমণ দেখা গেলেই চিকিৎসা বন্ধ করতে হবে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

পার্শ্ব প্রতিক্রিয়া:

কখনো কখনো ত্বক এবং পরিপাকতন্ত্রে কিছু অসুবিধা দেখা দিতে পারে। অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া ফোলেট জাতীয় ওষুধের সঙ্গে সহব্যবহারে ফলিক এসিডের বিপাক বেশ বিঘ্নিত হতে পারে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

সদ্য প্রসূত বাচ্চা ও গর্ভবতী মহিলাদের এবং সালফোনামাইডের প্রতি অতিসংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ । দুগ্ধদানকারী মায়ের জন্য প্রযোজ্য নয়।

সরবরাহ:

ম্যালাসাইড’ ট্যাবলেট : ৫ × ৬ টি।

ঔষধের ক্রিয়া

ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:

 

 

ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।

ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।

 

আরও দেখুনঃ

Exit mobile version