Risedon 150 রিসেডন ১৫০ ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Risedon 150 রিসেডন ১৫০ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Risedon 150 রিসেডন ১৫০ ওষুধের যাবতীয় তথ্য

উপাদান:

রিসেডন”১৫০ ট্যাবলেটে রয়েছে রিসেড্রোনেট সোডিয়াম আইএনএন। রিসেডন” বিসফসফোনেট গ্রুপের ওষুধ। এটা শরীরে হাড় তৈরী ও ক্ষয়ের চক্র পরিবর্তন করে দেয়। এটা হাড়ের ক্ষয় রোধ করার মাধ্যমে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে যা হাড়ে ফাটল ধরা প্রতিরোধ করে।

রিসেডন একটি প্রেসক্রিপশনকৃত ওষুধ যা ব্যবহৃত হয়- পোস্ট মেনোপোজাল মহিলাদের অস্টিওপোরোসিস প্রতিরোধে। অস্টিওপোরেসিস-এ আক্রান্ত পুরুষদের হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে। স্টেরয়েড ওষুধ যেমন প্রেডনিসন দ্বারা চিকিৎসার প্রভাবে পুরুষ ও মহিলাদের অস্টিওপোরোসিস হওয়া প্রতিরোধে। পুরুষ ও মহিলাদের হাড়ের প্যাগেটস রোগের চিকিৎসায়।

 

Risedon 150 রিসেডন ১৫০ ওষুধের যাবতীয় তথ্য

 

রিসেডন” সেবনের পূর্বে

রিসেডন’ সেবনের পূর্বে বিশেষ সতর্কতা অবলম্বন করুন- যদি আপনার রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকে (হাইপোক্যালেমিয়া)। যদি আপনি ৩০ মিনিটের অধিক বসে অথবা দাড়িয়ে না থাকতে পারেন। যদি আপনার কিডনী ভালভাবে কাজ না করে।যদি আপনার রিসেডোনেট সোডিয়ামের প্রতি অতি সংবেদনশীলতা থাকে।

রিসেডন” সেবনের পূর্বে আপনার চিকিৎসকের পরামর্শ নিন- যদি আপনি গর্ভবতী অথবা ভবিষ্যতে গর্ভধারণ করেন। রিসেডোনেট সোডিয়াম আপনার গর্ভে শিশুর জন্য ক্ষতিকর কিনা তা জানার জন্য পর্যাপ্ত তথ্য নেই। যদি আপনি দুগ্ধদান করেন অথবা ভবিষ্যতে দগ্ধদান পরিকল্পনা করেন।

রিসেডোনেট সোডিয়াম আপনার দুধের মাধ্যমে পরিবাহিত হয় কিনা তা জানার জন্য পর্যাপ্ত তথ্য নেই। যদি আপনার কিডনীর সমস্যা থাকে তবে রিসে ড্রোনেট সোডিয়াম সেবন আপনার জন্য ঠিক নয়।

অন্য ওষুধ সেবনরত অবস্থায়

যদি আপনি কোন ওষুধ সেবনরত থাকেন অথবা সম্প্রতি সেবন করেছেন (এর মধ্যে অপ্রেসক্রিপসনকৃত ওষুধ বিশেষ করে এসপিরিন ও অন্যান্য এনএসআইডি অন্তর্ভূক্ত) তবে অনুগ্রহপূর্বক তা আপনার চিকিৎসককে অবহিত করুন।

এন্টাসিড, পুষ্টি সম্পূরক অথবা এলুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা অন্যান্য মিনারেল সম্বলিত ওষুধ আপনার শরীরে রিসেডোনেট সোডিয়াম শোষণ ব্যহত করে। আপনি যদি অন্য কোন ওষুধ সেবন করে থাকেন তবে তা রিসেডোনেট সোডিয়াম সেবনের কমপক্ষে ৩০ মিনিট পরে সেবন করুন।

গর্ভবতী মায়ের ক্ষেত্রে:

রিসেডোনেট সোডিয়াম শুধুমাত্র পোস্ট মেনোপোজাল মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। গর্ভাবস্থায় এটা সেবন উচিৎ নয়। যদি ভুলক্রমে সেবন করা হয় তবে তৎখনাত তা বন্ধ করে চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিত।

স্তন্যদায়ী মায়েদের ক্ষেত্রে:

রিসেডোনেট সোডিয়াম শুধুমাত্র পোস্টমেনোপোজাল মহিলাদের জন্য প্রযোজ্য। স্তন্যদায়ী মায়েদের এটা সেবন উচিত নয়। যদি ভুলক্রমে সেবন করা হয় তাহলে তৎক্ষনাত তা বন্ধ করে চিকিৎসকের শরনাপন্ন হওয়া উচিত।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

কিভাবে রিসেডন’ ১৫০ গ্রহণ করতে হবে?

প্রতি মাসের যে কোন একদিন সকালে ১টি রিসেডন ১৫০ ট্যাবলেট সেবন করতে হবে। প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে ওষুধ সেবন করতে হবে। নিম্নলিখিত নির্দেশনা রিসেডন সেবনকারী সকল রোগীদের জন্যে প্রযোজ্য- চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।সকালে পানি ব্যতীত অন্য কোন কিছু খাওয়া অথবা পান করার পূর্বেই প্রথমে রিসেডন” সেবন করুন।

দাঁড়িয়ে অথবা বসে থাকা অবস্থায় রিসেডন” সেবন করুন। ১ গ্লাস পানির সাথে রিসেডন’ সেবন করুন। অন্যকোন পানীয়র সাথে রিসেডন সেবন করবেন না। সম্পূর্ণ রিসেডন” ট্যাবলেটটি গিলে ফেলুন। ট্যাবলেটটি চুষে খাবেন না অথবা এটি দ্রবিভূত করার জন্য মুখে রাখবেন না।

রিসেডন” সেবনের পরে কমপক্ষে ৩০ মিনিট

শোয়া যাবে না । আপনি অবশ্যই বসে থাকবেন অথবা হাটবেন অথবা সাধারণ কাজ করবেন। পানি ব্যতীত অন্য কিছু খাবেন না বা পান করবেন না। ভিটামিন, ক্যালসিয়াম অথবা এন্টাসিড সেবন করবেন না। রিসেডন” সেবনের সময় ব্যতীত অন্য সময়ে ভিটামিন, ক্যালসিয়াম ও এন্টাসিড সেবন করুন। যতদিন পর্যন্ত চিকিৎসক বলবেন ততদিন পর্যন্ত রিসেডন’ সেবন করুন।

আপনি যদি অতিরিক্ত রিসেডন” ১৫০ সেবন করেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন অতিরিক্ত রিসেডন ১৫০ সেবন করেছেন তাহলে জরুরী মেডিকেল ব্যবস্থার শরনাপন্ন হোন। এক গাস দুধ খান। বমি করার চেষ্টা করবেন না এবং শুয়ে থাকবেন না ।

অতিরিক্ত মাত্রায় সেবনের উপসর্গের মধ্যে রয়েছে বমি বমিভাব, বমি, হার্টবার্ন, পাকগুলিতে ব্যথা, ডায়রিয়া, পেশী সংকোচন, অসারভাব, মুখ মণ্ডলের পেশীতে টান অনুভব করা, খিচুনি, বিরক্তিবোধ, অস্বাভাবিক চিন্তা বা ব্যবহার।

যদি আপনি রিসেডন” সেবন ভুলে যান

যদি আপনি নির্ধারিত রিসেডন” ১৫০ সেবন করতে ভুলে যান, মনে পড়ার পরবর্তিদিন সকাল বেলা সর্বপ্রথম আপনার ভুলে যাওয়া রিসেডন” ১৫০ গ্রহন করুন। এরপর থেকে আপনার নির্ধারিত নিয়মে সেবন করুন। একই দিনে দুটি ট্যাবলেট সেবন করবেন না।

 

Risedon 150 রিসেডন ১৫০ ওষুধের যাবতীয় তথ্য

 

পার্শ্ব প্রতিক্রিয়া:

মারাত্মক প্রতিক্রিয়া পার্শ্ব

• বুকে ব্যথা

• কোন কিছু গিলতে কষ্ট পাওয়া অথবা ব্যথা বুক জ্বালা

• চোয়ালে ব্যথা, অসারভাব অথবা ফুলে যাওয়া কম মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া

• হালকা বুকজ্বালা অথবা পাকস্থলীতে সমস্যা ডায়রিয়া, গ্যাস অথবা কোষ্ঠকাঠিন্য

• হালকা হাড় সংযোগস্থলে ব্যথা অথবা কোমরে ব্যথা

•মাথা ব্যাথা

সরবরাহ:

রিসেডন” ১৫০ ট্যাবলেট: প্রতিটি বাক্সে রয়েছে ১টি ট্যাবলেট।

 

আরও দেখুনঃ

Leave a Comment