Salmate inhaler সালমেট ইনহেলার ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Salmate inhaler সালমেট ইনহেলার ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Salmate inhaler সালমেট ইনহেলার ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

সালমেটেরল জিনাফয়েট ২৫ মাইক্রোগ্রাম/ পাশ্ ।

 

Salmate inhaler সালমেট ইনহেলার ওষুধের যাবতীয় তথ্য

 

নির্দেশনা :

হাঁপানির ক্ষেত্রে সালমেট ইনহেলার একক মাত্রায় গ্রহণের ১০-২০ মিনিটের মধ্যে তাৎপর্যপূর্ণ শ্বাসনালী প্রসারক হিসেবে কাজ করে এবং এই প্রভাব ১২ ঘণ্টা বা তারও বেশী সময় থাকে। ব্যায়াম-জনিত হাঁপানিতে ১-১২ ঘন্টা পর্যন্ত কার্যকর প্রতিরোধক হিসেবে কিশোর ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কাজ করে। সালমেট রাত্রিকালীন পিক এক্সপিরেটরী ফ্লো রেট-এর উন্নতি ঘটায় এবং রাত্রিকালীন হাঁপানির রোগ-লক্ষণ সমূহ নিয়ন্ত্রণ করে।

মাত্রা ও ব্যবহার বিধি :

(শুধুমাত্র শ্বাসতন্ত্রের মাধ্যমে ব্যবহার্য) ৫০ মাইক্রোগ্রাম (২ পাফ/চাপ) করে দিনে ২ বার।

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :

অতিসংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না।

পার্শ্ব প্রতিক্রিয়া :

মৃদু ও সাময়িকভাবে মাত্রা সম্পর্কিত মৃদু কাঁপুনি, বুক ধড়ফড় এবং মাথা ব্যথা দেখা দিতে পারে।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :

মনোঅ্যামাইনো অক্সিডেজ ইনহিবিটর এবং ট্রাইসাইক্লিক বিষণ্নতারোধী ওষুধ সমূহের সাথে সতর্কভাবে ব্যবহার করতে হবে।

গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :

গর্ভাবস্থা এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অতীব প্রয়োজন ছাড়া এর ব্যবহার সুপারিশকৃত নয় ।

সরবরাহ :

সালমেট’ ইনহেলার ২০০ পাস।

ঔষধের ক্রিয়া

ঔষধ জীবদেহের উপর কী ক্রিয়া ও প্রতিক্রিয়া সৃষ্টি করে সে সম্পর্কে বিজ্ঞানের বিশেষ শাখা ফার্মাকোলজি আলোচনা করে। এখানে দেখানো হয়: বিভিন্ন মাত্রায় (dose) ঔষধ একাধারে রোগনিরাময়কারী (therapeutic) আবার বিষাক্তও (toxic) হতে পারে। ফার্মাকোলজির দুইটি শাখা:

 

Salmate inhaler সালমেট ইনহেলার ওষুধের যাবতীয় তথ্য

 

ফার্মাকোকাইনেটিক্স (pharmacokinetics): এটিতে কোনো ঔষধের শোষণ (absorption), বিস্তৃতি (distribution), বিপাক (metabolism) এবং রেচনের (excretion) হার এবং পরিমাণ সম্পর্কে আলোচনা করা হয়।

ফার্মাকোডিনামিক্স (pharmacodynamics): এটিতে কোনো ঔষধ শরীরে প্রবেশ করার পর তা কীভাবে নানা শারীরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা নিয়ে আলোচনা করা হয়।

 

আরও দেখুনঃ

Leave a Comment