আমাদের আজকের আলোচনার বিষয় Ceevit সিভিট ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।
Ceevit সিভিট ওষুধের যাবতীয় তথ্য
উপাদান :
সিভিট – ভিটামিন সি ২৫০ মি.গ্রা. ট্যাবলেট। সিভিটজ ফোর্ট ভিটামিন সি ১০০০ মি.গ্রা. এফারতেসেন্ট ট্যাবলেট।
নির্দেশনা :
স্কার্ভি, গর্ভাবস্থা, স্তন্যদানকাল, ইনফেকশন, মারাত্মক ক্ষত, পুড়ে যাওয়া, ঠাণ্ডা লাগা, অস্ত্রোপচারের পর, জ্বর, প্রচন্ড স্নায়ুচাপ, পেপটিক আলসার, ক্যান্সার, হেমাটুরিয়া, দাঁতের ক্ষত, মাড়ির সংক্রমণ, ব্রন, বন্ধ্যাত্ব, হাড়ের ভঙ্গুরতা, পায়ের আলসার, হে ফিভার এবং লেভোডোপা বিষাক্ততা প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত।
মাত্রা ও ব্যবহার বিধি :
সিভিটও : ১-৩ টি ট্যাবলেট প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। সিভিটও ফোর্ট : ১ টি ট্যাবলেট প্রতিদিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
হাইপার অক্সালিউরিয়া রোগীদের ক্ষেত্রে উচ্চমাত্রায় গ্রহণ নির্দেশিত নয়। গ্লুকোজ, ইউরিক এসিড এবং ক্রিয়েটিনিন পরীক্ষায় ভিটামিন সি ভুল পজিটিভ রেজাল্ট দিতে পারে।

পার্শ্ব প্রতিক্রিয়া :
অত্যধিক মাত্রায় ব্যবহারে ডায়রিয়া, মাথা ব্যথা, লৌহ শোষন ক্ষমতার মাত্রাধিক্য হতে পারে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া :
এমাইনোফাইলিন, নিওমাইসিন, ইরিথ্রোমাইসিন, কোরামফেনিকল, কোৱথায়াজাইড সোডিয়াম, হাইড্রোকর্টিসোন সোডিয়াম ওষুধের সাথে ভিটামিন সি এর কিছু ক্ষতিকারক প্রতিক্রিয়া আছে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার :
স্বাভাবিক মাত্রায় সম্পূর্ণ নিরাপদ। তবে প্রতিদিন ৫ গ্রাম অথবা এর বেশী মাত্রায় গ্রহণ করলে গর্ভপাত হতে পারে।
সরবরাহ :
সিভিট ট্যাবলেট : ২০ x ১০ টি। সিভিট ফোর্ট
ঔষধের ব্যবহার
রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।
আরও দেখুনঃ