Suev 10 সুয়েভ ১০ ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Suev 10 সুয়েভ ১০ ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Suev 10 সুয়েভ ১০ ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

সুয়েত” ১০ ক্যাপসুল: প্রতিটি ক্যাপসুলে হাইড্রোক্লোরাইড আছে এটোমোটক্সিন ১০ মি.গ্রা. (এটোমোটক্সিন আইএনএন হিসেবে) ।মুখে গ্রহণের পর এটোমোটক্সিন খুব দ্রুত রক্তে যায়।

 

Suev 10 সুয়েভ ১০ ওষুধের যাবতীয় তথ্য

 

১ থেকে ২ ঘন্টার মধ্যেই এর Cmax পাওয়া যায়। খাবারের পর এটোমোটক্সিন গ্রহণ করা ভাল। এটা P450 2D6 সাইটোক্রোম এনজাইমের মাধ্যমে পরিপাক হয়। এর হাফ লাইফ ৫ ঘন্টা।

নির্দেশনা:

মনোযোগ ঘাটতি/অতিশয় উদ্দীপ্ত (ADHD)

মাত্রা :

শিশু/অপ্রাপ্ত বয়স্ক (৭০ কেজি পর্যন্ত): প্রাথমিক মাত্রা ০.৫ মি.গ্রা./কেজি যা ৩ দিন পর ১.২ মি.গ্রা./কেজি; সকালে একক বা সমবিভক্ত মাত্রায় দুই বারে গ্রহণ করতে হয় (সকালে ও বিকালে) দিনে ১.৪ মি.গ্রা./কেজি বা সর্বোচ্চ ১০০ মি.গ্রা. গ্রহণ করা যেতে পারে।

শিশু ও অপ্রাপ্ত বয়স্ক (৭০ কেজির ওপর): প্রাথমিকভাবে দিনে ৪০ মি.গ্রা. যা ৩ দিন পর ৮০ মি.গ্রা. সকালে একক মাত্রায় বা সকালে ও বিকালে বিভক্ত মাত্রায় গ্রহণ করতে হয়। ২ থেকে ৪ সপ্তাহ পর মাত্রা সর্বোচ্চ ১০০ মি.গ্রা. পর্যন্ত বাড়ানো যায়।

মাত্রাধিক্যের সাথে কার্যকারিতা বাড়তে থাকার প্রমাণ নেই।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

দীর্ঘমেয়াদী মাত্রা :

ঠিক কত সময়ের জন্য গ্রহণ করতে হবে তা সঠিকভাবে নিরূপিত হয়নি। তবে এটা ঠিক যে ইহা দীর্ঘমেয়াদী গ্রহণযোগ্য। তবে দীর্ঘমেয়াদী সেবনের ক্ষেত্রে ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে।

প্রতিনির্দেশনা ও সতর্কতা:

এটোমোক্সেটিনের প্রতি অতি সংবেদনশীলতা। মনো-এ্যামাইনো অডিজ ইনহিবিটর, রক্তচাপ, হৃদস্পন্দন, অ্যালার্জী, যকৃতের সমস্যা।

 

Suev 10 সুয়েভ ১০ ওষুধের যাবতীয় তথ্য

 

অন্য ওষুধের সাথে ক্রিয়া:

অ্যালবিউটেরল, CYP2D6 ইনহিবিটর, অ্যান্টিহাইপারটেনিসভ প্রভৃতির সাথে সতর্কতার সাথে দিতে হয়।

সরবরাহ:

প্রতি বাক্সে আছে ৩০ টি ক্যাপসুল রিস্টার প্যাকে।

 

আরও দেখুনঃ

Leave a Comment