Enerton এনারটন ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Enerton এনারটন ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Enerton এনারটন ওষুধের যাবতীয় তথ্য

উপাদানঃ

প্রতি ৫ মি.লি. এনারটন সিরাপে আছে সিডা কর্ডিফলিয়া ১.৩৫ গ্রাম, উইথানিয়া সমনিফেরা ১.৩৫ গ্রাম, রিসিনাস কামিনিস ২৮.১৫ মি.গ্রা., ভেন্ডা রক্সবার্জ ১৪.০৮ মি.গ্রা., ইলেটরিয়া কার্ডামোমাম ১৪.০৮ মি.গ্রা., সাইজেজিয়াম অ্যারোমেটিকাম ১৪.০৮ মি.গ্রা., ভেটিভেরিয়া জিজানয়েড ১৪-০৮ মি.গ্রা. ট্রাইবিউলাস টেরেসট্রিস ১৪.০৮ মি.গ্রা., সহ অন্যান্য ভেষজ উপাদানের নির্যাস ।

 

Enerton এনারটন ওষুধের যাবতীয় তথ্য

 

ব্যবহার:

পুষ্টি ও শক্তি বর্ধক বিশেষ করে খেলোয়াড়দের জন্য উৎকৃষ্ট টনিক শারিরীক দুর্বলতা ও অবসন্নতায় কার্যকরী মাংসপেশীকে সবল করে জ্বর ও প্রসব পরবর্তী দুর্বলতায় এবং শ্বাস কষ্টের রোগীর জন্য উপকারী বয়স্ক ও খেলোয়াড়দের সাধারণ ব্যথায় উপকারী।

মাত্রা ও ব্যবহার বিধিঃ

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ( ১২ বছরের উপরে): ২-৩ চা চামচ (১০-১৫ মি.লি.) দিনে ৩ বার অথবা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়া:

এটি একটি আয়ুর্বেদিক ওষুধ যা নিরাপদ ও সুসহনীয়। নির্দেশিত মাত্রায় সেবন করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

এখনো পর্যন্ত কোন বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

গর্ভাবস্থায় ব্যবহার:

গর্ভাবস্থায় এনারটনও সিরাপ ব্যবহারের কোন টেরাটোজেনিক কার্যকারিতা যাচাই করা হয়নি। তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা বাঞ্ছনীয় ।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া:

স্নায়ু উদ্দীপক ওষুধের সাথে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

সরবরাহ:

প্রতিটি পি ই টি বোতলে আছে ২০০ মি.লি. সুস্বাদু ও সুগন্ধযুক্ত এনারটন সিরাপ।

 

Enerton এনারটন ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment