Alarid এ্যালারিড ওষুধের যাবতীয় তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় Alarid এ্যালারিড ওষুধের যাবতীয় তথ্য। বাংলাদেশে পাওয়া যায় এরকম বিভিন্ন ওষুধের তথ্য আপনাদের কাছে পৌছে দিতে আমাদের এই আয়োজন।

Alarid এ্যালারিড ওষুধের যাবতীয় তথ্য

উপাদান :

কিটোটিফেন। ১ মি.গ্রা. ট্যাবলেট এবং ১ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ ।

নির্দেশনা :

ব্রংকিয়াল এ্যাজমার প্রতিরোধক চিকিৎসায় এবং এলার্জিক রাইনাইটিস ও কনজাংকটিভাইটিসের উপসর্গ প্রশমনে নির্দেশিত ।

 

Alarid এ্যালারিড ওষুধের যাবতীয় তথ্য

 

মাত্রা ও ব্যবহার বিধি :

পূর্ণবয়স্ক : সাধারণভাবে ১ মি.গ্রা. করে দিনে ২ বার খাবারের সাথে খেতে হবে। বিশেষ ক্ষেত্রে এক সাথে ২ মি.গ্রা. দিনে ২ বার খাওয়া যাবে। ৩ বছরের অধিক বয়স্ক ১ মি.গ্রা. করে দিনে ২ বার আহারের সাথে সেব্য। খুব বেশি ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম ক’দিন রাতের বেলা খাবারের সাথে ০.৫ থেকে ১ মি.গ্রা. এ্যালারিড অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে।

৬ মাস-৩ বছরের শিশু : প্রতি কেজি ওজনের জন্য, ০.০৫ মি.গ্ৰা. (০.২৫ মি.গ্রা. সিরাপ) করে দিনে দুইবার ( সকালে এবং বিকালে একবার) সেব্য। বার্ধক্য : পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

 

google news
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:

মুখে খাওয়ার এন্টিডায়াবেটিক এজেন্টের সাথে সেবনে রক্তে অনুচক্রিকার মাত্রা হ্রাস পেতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গ্রহণ অনুমোদিত নয়।

পার্শ্ব প্রতিক্রিয়া :

তন্দ্রাচ্ছন্নতা, মুখে শুষ্কতা এবং মৃদু মাথা ঝিম্ ঝিম্ ভাব দেখা দিতে পারে।

সরবরাহ :

এ্যালারিড ট্যাবলেট : ১০ x ১০টি এ্যালারিড° সিরাপ : ১০০ মি.লি.।

 

Alarid এ্যালারিড ওষুধের যাবতীয় তথ্য

 

ঔষধের ব্যবহার:

রাসায়নিক দিক থেকে ঔষধ একটি ক্রিয়াশীল পদার্থ। তাই বলা হয়, নির্দিষ্ট মাত্রায় ও নির্দিষ্ট রোগে ব্যবহৃত না হলে ঔষধ পরিণত হয় বিষে। তা কেড়ে নিতে পারে একাধিক জীবন। ঔষধের যৌক্তিক ব্যবহার তাই একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment